ধ্বংস যদি লক্ষ্যই হয় চলুক যুদ্ধ
চেয়ে দেখুক থাকুক সবাই বাকরুদ্ধ।
ভষ্ম হবে ছাই হবে মানবতা
দেখবে বিশ্ব করবে পালন নীরবতা।


বলবেনা কেউ ঢের হয়েছে এবার থামো
বলবে বরং লাগলে দেবো অস্ত্র আরও ।
যুদ্ধের পরে চলবে যুদ্ধ ফল কি তাতে?
মরবে মানুষ ভাত পাবেনা কাঁদবে রাতে।


যুদ্ধ না কি সাজানো এক গাজার আসর?
কেমন ক'রে বুঝবো বলো শক্তি দোসর?
পুরাতন সব অস্ত্রগুলো ধ্বংস করা
খুবই দরকার ভাবলো ব'সে শক্তি ধর্রা।


যেমনি ভাবা তেমনি শুরু গোলা বর্ষন
মরছে শিশু মরছে মানুষ এ কি দর্শন?
হাতছানি দেয় বিশ্বযুদ্ধের তৃতীয় ধারা
হাততালি দেয় আনন্দেতে শক্তি ধর্রা।