ভাল্লাগে না ভাল্লাগে না থাকতে ঘের একা,ওমা-
চেয়ে দেখি চাদ্দিকে সব রাস্তাগুলো ফাঁকা।
যাবো কোথায় আছি তো তাই ঘরে সবাই একা
আর ক'টা দিন যাকনা চলে তারপরে যাক দেখা।


বাঁচতে হলে থাকবো ঘরে থাকবো সবাই একা
বাইরে গেলে বাঁচবেনাতো প্রাণ পাখি মোর সখা।
জিততে হলে যুদ্ধে এবার করতে হবে পণ
পণ ছাড়াতো বাঁচবেনারে কোনোই বাঁচা ধন।


বলতে পারেন আলু পোটল কাটছি কারই সাথে?
সব সময় যে রান্না ক'রে খাওয়ায় তারই সাথে।
পারি না তো রান্না করতে তবুও তিনি চান
রান্না ক'রে না খাওয়ালে বাঁচবে নাযে প্রাণ।


আমিতো তাই সবার জন্য করছি এখন রান্না
রান্না যদি না করি তো তিনি তো আর খান্না।
কি করি তাই ভেবে চিনতে পাইনা কোনো কুল
সুযোগ পেলে দেবো ঢেলে পটের সবই নুন।


তরকারিটা চুলোয় দিয়ে এইতো তিনি বললেন
লবন দিও চেখে চুখে তারপরে তে চললেন।
তরকারি তে লবনের পট পুরো দিলাম ঢেলে
দৌড়ে গিয়ে প্রান বাঁচালাম ডাইনিং টেবিল ছেড়ে।


গালটা তাহার গ্যাছে পুড়ে চোখে অশ্রুজল
পালিয়ে বাঁচলাম ধাওয়া খেয়ে চলরে এবার চল।
চাকুরী টা মোর গ্যালো চলে রান্না করার জন্য
বাঁচলো সকল পুরুষ লোকে নারী জাতির জন্য।