সমাজ ছাড়া মানুষ ছাড়া
                  জীবন চলে না
একলা একলা চলতে গেলে
                 কিছুই মেলে না।


চলার পথে বন্ধু হলো
                 অতি আপনজন
শতো আপন থাকার পরও
                 বন্ধু বড়ো ধন।


বন্ধু ছাড়া যায় না চলা
              বন্ধু ঠিকই লাগে
নাও চিনে নাও সঠিক বন্ধু
            সময়ের ঠিক আগে।


বন্ধু চেনা কঠিন ভারী
               তবুও চিনে নাও
তুমি এবং বন্ধু মিলে
              জীবন তরী বাও।


পান থেকে চুন খসলে পরে
                   বন্ধু কষ্ট পায়
বন্ধু তখন রয়না আপন
                দূরে সরে যায়।


কাথা ছিড়লে সেলাই চলে
            তালিও চলে সাথে
ছিন্ন হলে বন্ধুত্বটা
         চলে না সেলাই তাতে।


বন্ধুত্বটা একবার যদি
                  নষ্ট কারো হয়
পৃথিবীর সব সুতো দিয়েও
                  রিপু করা দায়।