দিনের শেষে সূর্যের আলো পশ্চিমে যায় ঢ'লে  
রক্তিম আভায় একেবারে সূর্যাস্তেরই কোলে
দিনের বেলা সূর্যের আলো দূর করে সব কালো
সবার মুখে ফুটায় হাসি জ্বালে সুখের আলো।


চিকচিকিয়ে পূব আকাশে সেদিন সূর্যের উঁকি
হাসলো সকাল হাসলো দুপুর বিকেল বলে একি?
যা ছিলো তা দিয়েছিলো হৃদয় উজাড় ক'রে
নিয়েছিলো হাত পেতে সব হাতের পাতা ভ'রে।


আজকে তোমার শেষ হয়েছে সকাল সন্ধ্যা বেলা
তখন তাকে করছো সবাই চরম অবহেলা
দিন ফুরালে সূর্য যেমন নেতিয়ে পড়ে ঢ'লে
বৃদ্ধ হলে গায়ের চামড়া এমনিতে যায় ঝুলে।

আজ সাগরে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে
সাগর মেঘে পরস্পরায় খাবে তোমায় গিলে
নেইযে তোমার পাশে কেহ তুলবে তোমায় টেনে
গান গেয়ে যায় নৌকার মাঝি বৈঠা হেনে হেনে।


পাওনা খুঁজে কাউকে এখন শুনবে মনের কথা
হৃদ পিঞ্জরে দুখ সাগরে ভাসছে সকল ব্যথা
সুখ দুঃখ আজ মারা গেছে ন্যায় অন্যায়ের সাথে
ফিরবে না আর এ ভূবনে ফিরলে না কি তাতে?


বাংলা= ১৮ বৈশাখ ১৪২৯
বার=রবিবার
ইংরেজী=০১-০৫-২০২২
সময়ঃ=১৪-৪৭ মিঃ
স্থানঃ টাঙ্গাইল