বড়ো শখ ছিলো আমার
আমার বড়ো ইচ্ছে ছিলো
মাত্র একটি কবিতা লিখবো ব'লে
পাহাড়ের চূড়ায় আরোহন করেছিলাম আমি
কাগজ নিয়ে কলম নিয়ে বসে ছিলাম তোমার সামনে
তাকিয়ে ছিলাম শুধুই তোমার দিকে
তোমার স্নিগ্ধ হাসির রেখায় একটি কবিতা
লিখতে চেয়েছিলাম আমি
আর মুখোমুখি বসেছিলাম তুমি আর আমি
তোমার চুলের মিষ্টি গন্ধে হঠাৎ ক'রে হারিয়ে গেলাম
একটা তাজা গোলাপ হ'য়ে হাজির হয়েছিলে
সেদিন তুমি তুমি আমার কাছে
দলে দলে কবিতারা এসে ভিড় করছিলো
আর দেখে যাচ্ছিলো তারা তোমাকে আমাকে


বাদাম ছিলে খাইয়ে দিলাম হৃদয় থেকে যত্ন করে
তুমি কিনা থাকলে আহা গাছের ডালে লুকিয়ে ঝুলে
লিখবো ব'লে কবিতা খানা কলম নিলাম হাতে তুলে
ভুলে আমার কলমখানা চললো সেযে অচীন পুরে।


তোমার পাশে বসেই সেদিন আকাশ মেপেছিলাম
তোমার গায়ের গন্ধ শুকে স্বপ্ন বুনেছিলাম
কাটাকাটি ক'রেও দেখি খাতায় নাহি পদ্য
ক্ষান্ত হলো কাব্য লেখা লিখলাম শেষে গদ্য।


কবিতাকে খুঁজতে খুঁজতে আকাশের সীমানা পাড়ি দিলাম
হাজার বছর ধ'রে কবিতার পেছনে ছুটতে থাকলাম
নিরন্তর ছুটে চললাম কবিতার পেছনে
ছুটে চললাম কবিতার পেছনে দুর্নিবার
কিন্তু পেলামনা খুঁজে সেই কবিতার গলিপথ
কাঙ্ক্ষিত কবিতাখানা খুঁজে পেলামনা আমি আর
এ পৃথিবীর পর
আমার কবিতা লেখার আকুতি বড়ো অসহায় হ'য়ে
আঘাতে আঘাতে জর্জরিত আজ
রক্তাক্ত দেহ নিয়ে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ফিরে এলাম আমি 
বিদায় নিলাম এ পৃথিবী থেকে
চরম অতৃপ্তির সাগরে ভেসে গেলাম আমি কষ্টের খেয়া বেয়ে
নিরন্তর চেষ্টা অবিরাম ছুটে চলা শ্রমের ভেতরে ডুবে থাকা
সবই ব্যর্থ হয়ে গেলো আজ
লিখতে পারলাম না সেই কাঙ্ক্ষিত কবিতাখানি
আর কোনোদিন লিখতে পারবোও না শুধু এটুকুই জানি