রক্ত তো রক্তই
তার রং তো লাল-ই নাকি অন্য কোনো রং তার আছে?
তার রং কি কখনো হলুদ নীল বা সাদা হয়?
আমার আঘাতে তুমি আর তোমার আঘাতে আমি
রক্তাক্ত হই বারবার
রক্তের স্রোত বয়ে চলে গাজা উপত্যকায়
রক্তাক্ত শিশু বৃদ্ধার গগনবিদারী চিৎকার
ফেটে পড়ে আকাশ
নীরব বিশ্ব তাকিয়ে রয় অবাক বিষ্ময়ে
চলুক যুদ্ধ মরুক মানুষ তাতে কি!
শরীর থেকে মাংস খসে পড়ে নিরন্তর
ইট রড সিমেন্ট এর নীচে চাপা পড়ে মরছি মারছি
যে যেমন পারছি
তুমি ও মানুষ আমি ও মানুষ
তারপর ও তো তুমি আর আমি কোনো মানুষ নই
কেনো মানুষ হতে পারি না আমরা?
তোমার আমার মাঝে কেনো এ তফাৎ আজ?