রূপের অনেক শক্তি আছে
                  তা সকলের জানা
রূপবতী নারী হলে
                      চক্ষু হবে কানা ।


পূরুষের রূপ নগন্য নয়
                সেওতো কাড়ে মন
রূপে গুণে সমান হলে
                     জাগে শিহরণ।


ফল ফুল পুষ্প মালা
                     সেও ছড়ায় রূপ
জন্তু জানোয়ার আকাশ সাগর
                         দেখে বিশ্বরূপ।


রূপের আগুন ঝলোমলো
                    শক্তি তাহার বেশী
এ আগুণে পোড়ে সবার
                  অলিন্দেরই পেশী।