শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে
পৃথিবীর সব কিছু ধ্বংশ হয়ে যাবে প্রায়
তাজমহলের অমরকীর্তি ও শেষ হয়ে যাবে একদিন
তবু ও আমার প্রতীক্ষার অবসান হবে না প্রিয়া
আমি পথচেয়ে দাড়িয়ে থাকবো প্রৌঢ় বটবৃক্ষের ছায়াতলে
শুধু তোমার জন্যে


শুনবো পাখীর কলরব
দেখবো কৃষকের টোপর মাথায় লাঙ্গল কাধে গরু নিয়ে মাঠে যাবার দৃশ্য
দেখবো কৃষাণীর ধানভানা কুড়ো ছাড়ানোর দৃশ্য
দেখবো বই হাতে স্কুলে যাওয়া বালিকার মুখ
দেখবো উদাস দুপুরে কোকড়া চুল ছেড়ে উদ্দাম গতিতে তোমার ছুটে চলা


থাকবো ঠাই দাড়িয়ে শতাব্দীকাল
একটুও নড়বো এক চুল ও না
পাছে তোমাকে হারাই
যদি এক পলক তোমার দেখা পাই
ক্লান্তি আমায় ছোবে না মোটেও
স্পর্শ করবে না এতোটুকু শুধু তোমার দেখা পেলে
একবার তোমার দেখা পেলে
তারপর তারপর আর তারপর হবো শুধু ইতিহাস