অনেকদিন ধ'রে যুদ্ধ ক'রে আসছি একটা কবিতা লিখবো ব'লে
মাত্র একটা কবিতা,অনেক শখের একটা কবিতা,এর বেশী কিছু না
সে জন্যেই এ যুদ্ধ!
না ভিয়েতনামের, না ওয়াটারলুর যুদ্ধ,না প্রথম না দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
এটা একটা নিছক কবিতা লেখার যুদ্ধ,কিন্তু চাইলেই কি আর লেখা
যায়?যুদ্ধ করা যায়?


থাকতে হয় অস্ত্র গোলা বারুদ,ট্যাঙ্ক কামান,থাকতে হয় সৈন্য সামন্ত
আকাশে কখনো সিঁদুরে মেঘ,কখনো বা ঘন কৃষ্ন কালো মেঘ থাকতে
হয়
আকাশে মেঘ ডাকার গুড়ুম গুড়ুম শব্দ,বিশাল আকাশে পেজা পেজা শুভ্র
তুলোর মতো মেঘের দ্রুতলয়ে ছুটে চলা
থাকতে হয় ঝোড়ো হাওয়া, বিষ্টি বাদল,থাকতে হয় দূর পাহাড় হতে
ধীরলয়ে নেমে আসা ঝরণার ধারা,পাহাড়ের নির্বাক দাড়িয়ে থাকা
একঝাক পাখীর গম্তব্যহীন ঠিকানায় বিরামহীন ছন্দে ছুটে চলা
ফুটতে হয় পুকুরে পদ্মফুল,বাগানে গোলাপ, জুঁই চামেলী, রজনীগন্ধা
নির্জন ভরদুপুরে বিরহী ঘুঘুর ঝুমুর ঝুমুর ডাক
এক বিকেলে কিশোরীর ঘড়ায় তুলে জল নিয়ে বাড়ী ফেরা

রাখালের বাঁশীর সুরের করুন রাগিণী,শালিকের কিঁচিমিঁচি ডাক
কৃষাণীর চাল ঝাড়ার একক দৃশ্য,বালিকার স্কুল হতে ঘর্মাক্ত
কলেবরে বাড়ী ফেরা
কুলকুল রবে বয়ে চলা নদীর সীমাহীন ছুটে চলা
সাগরের লোনা জলের উত্তাল তরঙ্গ
আহত পাখীর বেঁচে থাকার ডানা ঝাপটানো আমরন চেষ্টা
আকাশ হতে মাথার ওপরে ঝড়ে পড়া জোছনা কুসুম
বালিকার সারা অঙ্গের ঢেউ,নিতম্বের ছন্দে ছন্দে গড়ে তোলা সুর
বালিকার মুখের সুমিষ্ট মনভুলানো হাসি,কলেজ থেকে ফেরার পথে
বালিকার বিষ্টিতে ভিজে একাট্টা হবার দৃশ্য
রমনীর রাতজাগা কষ্টের ইতিহাস,চোখের নীচে কালি,কালচে দাগ
তন্দ্রা হারা নয়ন,কখনো অর্গাজমের স্বাদ না পাওয়া নারীর নির্ঘুম রাত
কষ্টের নীরব কান্না


ভেবেছিলাম লিখবো, লিখবো একটা কবিতা,মাত্র একটা কবিতা
আর যুদ্ধের মতো ইতিহাস হয়ে থাকবো, আর আমি নিজেই হবো
একটা কবিতা,একটা ইতিহাস, কিন্তু এসবের কিছুই তো আমার নেই
আমার সেই কবিতা আর লেখা হোলো না, কি করে লিখবো সেই কবিতা
প্রিয় কবি বন্ধুগন, আমার কবি বন্ধুরাই বলুন!