বিলিন হয়ে গেলো আজ সব গোবুরে পোকা
গ্রামের শালিখ খুঁজে পায়না তাদের আজ
মাঠে আর যায় না দেখা কোনো গরুর পাল
গরুর গায়েও আর লেগে থাকে না অসংখ্য
আঠালীর দল


অভিমানে সরে গেছে চ'লে গেছে শালিখের পাল
সারি সারি দাঁড়িয়ে থাকেনা আজ তারা গরু আর
মহিষের পিঠে
বড়ো অসহায় পথচলার ভেতর দিয়ে কেঁদে যায়
উড়ে যায় শালিখ সীমাহীন কষ্ট আর বেদনার পানে


পুকুরে বাঁশের মাথায় অপেক্ষমান মাছরাঙাও কেঁদে
কেঁদে উড়ে যায় এক টুকরো মাছের আশায়
সন্ধ্যা হলে তারা দুঃখের বাঁশরি বাজিয়ে উড়ে যায়
খুঁজে নেয় হারিয়ে ফেলা দুঃখের নীড়


সাদা বক কুঁচে বক আজ তারা গেলো কই সব
মাছের বড়ো আকাল আজ খালে আর বিলে
সব বুঝি খেলো আজ গাঙচিল
সবকিছুই খেলো বুঝি আজ তারা খেলো সব গিলে