সাগরের তীর ঘেষে আছড়ে পড়ে ঢেউ
সখ্যতার অনন্ত ছড়াছড়ি তাদের মাঝে
গলাগলি করে একবার কুলে আসে আবার
নিমেষেই তীর থেকে ধনুকের মতো বেঁকে গিয়ে
ঠাঁই নেয় সাগরে
মিলে যায় অজস্র ঢেউয়ের তালে তালে তারা
শান্তির সুনয়নী নীলা মিলে যায় তাদের সাথে
মেলে দেয় চোখের পলক সুন্দরী ঢেউয়ের বুকে
তাদের জীবনে নেই কোনো দুঃখ,ব্যথা,বেদনা
তারা সদাই আনন্দে যায় খেলে সমুদ্রের নীল
জলের সাথে


মহাশান্তি সুখের নীড় গড়েছি আমরা এ সাগরের
নির্জন তীরে
সুনির্মল বায়ুর সতত প্রবাহ পরশ জাগায় মনে
শান্তিতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি আর নীলা
পাইনা টের তার কিছু
এসোনা  পথিক এসোনা যাত্রী ঐ বিশাল জাহাজ
থেকে
দেখে যাও ধীরে
প্রিয় কবি বন্ধুরা আপনারা ও যান না ঘুরে
আমাদের এ শান্তি সুখের নীড়ে
যেখানে আছি আমি আর নীলা
আমাদেরি ছোট্ট ছনের কুঁড়ে ঘরে!
.................................................চলবে