শীতের মজা অন্য রকম
তুলনা যার নাই
সারা বছর মুখিয়ে থাকি
শীতের জন্য তাই। 


গ্রামে যাদের জন্ম মোদের
জানি অনেক কথা
পড়লে মনে দারুণ ভাবে
জাগে করুন ব্যথা।


চিতই পিঠা রসের পিঠা
খেতে ভারী মজা
সারি সারি যেতাম বসে
মায়ের সামনে সোজা।


ভাজা পিঠা পুলি পিঠা
পাকান পিঠা সাথে
কুলি পিঠা তক্তি পিঠা
ভারি মজা খেতে।


দুধ পিঠা পাটিসাপটা
হাতে কাটা সেমাই
চুষিপিঠা দুধ বকুল
খেতে মজা তাই।


নারকেলের নাড়ু খেতে
ভারী মজা ভাই
সুজি দুধ পুলি পিঠার
তুলনা যে নাই।


ফুলকো চিতই ঝাল চিতই
ভাপা পুলি কুলসি
দুধ চিতই রসের পিঠা
আজ ও কি তা ভুলছি?


মা চাচী পাড়া পড়শীর
পিঠা তৈরির ধুম
কেড়ে নিতো সন্ধ্যা হতে
গভীর রাতের ঘুম।
................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ১৫-৪৪ মিনিট
তারিখঃ
বাংলা# ৮ পৌষ ১৪২৭
ইংরেজি#২৩-১২-২০২০