শহুরে এদোগলি ধুলোবালি ইট ঠকঠক শব্দ,গাড়ির হর্ণ, হুইসেল
লোক গিজগিজ, আমার আর একদম ভালো লাগে না
দীর্ঘদিন ধরেই তো শহরে কাটালাম, আর কতো!
তুমি আর আমি শহরের গদবাঁধা নিয়মে আজ পরাস্ত, ক্লান্ত, বড্ড বেশী ক্লান্ত
চলো এবার শিকড়ের সন্ধানে ফিরে যাই গ্রামে


যেখানে শুনবো আমরা ঝিঝিপোকার ডাক, পাখির ডাক, ব্যাঙ্গের ডাক
শুনবো নদীর কলকল শব্দধ্বনি
শুনবো আকাশে মেঘের গুড়ুম-গুড়ুম শব্দ
শুনবো গোয়ালার গাই দোয়ানোর শব্দ
শুনবো গৃহিনীর ঢেকীতে ধান ভানার কিড়িৎ কিড়িৎ শব্দ


দেখবো বাতাসে ক্ষেতের ধান দোলার দৃশ্য
দেখবো কৃষকদের পোলো দ্বারা মাছ ধরার দৃশ্য
দেখবো বালিকার মাটির চাড়া দিয়ে কিৎ কিৎ খেলার দৃশ্য
দেখবো পুকুর ঘাটে কৃষানীর একান্ত মনে থালাবাটি ধোবার দৃশ্য
দেখবো শেষরাতে গরু দ্বারা ধান মলনের দৃশ্য
শহুরে বদ্ধ পরিবেশ বেড়াজাল আমার একটুও ভালো লাগেনা
চলো না ফিরে যাই
গ্রামের ছোট্ট ছনের কুড়ে ঘরে!


সকাল ৮.৩০
০৫-০৩-১৮
টাঙ্গাইল