সত্য লড়ে সিংহের মতো
সত্যের নাহি ভয়
সত্য করে নিজেই লড়াই
সত্যরই হয় জয়।


সত্যর সাথে মিছেমিছি
লড়তে ক্যানো চাও?
থাকতে সময় সত্যটাকে
আপনি মেনে নাও।


যুদ্ধ যুদ্ধ করলেও ভাব
হারতে হবে শেষে
জেনেশুনে তবে ক্যানো
যেতে হবে ফেসে।


সত্যের এমন শক্তি আছে
আপনি দাঁড়ায় ঘুরে
চায়না কারো সাহায্য সে
যুদ্ধে জেতে ধীরে।