চলো আমরা দু'জন বরং পাথর হয়ে যাই
বেশুমার পাথরের বুকে খেলা করতে করতে
তুমি আর আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো একটা ঝর্ণার শব্দের আশায়
একসময় ঘড়ির কাটা ঠকঠক করে বেজে উঠবে
সম্বিত শিহরণে জেগে উঠবো আমরা
দেখবো পাথর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে
একটা ঝর্ণার শব্দে পরিণত হয়েছি আমরা
চোখ খুলে আমরা অনেক সবুজ দেখবো
দেখবো অনেক সজীবতা
নিতে থাকবো তাজা শ্বাস প্রশ্বাস
আমাদের শরীরকে করবে অনেক বেশী শিহরিত
আমরা তখন মানুষ থেকে পাথর
পাথর থেকে অবিকল ঝর্ণার ফোয়ারা হয়ে যাবো