জীবনের সময় যখন শেষ হয়ে যায়
হতাশা তখন রাজত্ব করে সমস্ত শরীর জুড়ে
পোকা মাকড় কীট পতঙ্গের মতো খায় কুড়েকুুড়ে
নীরব নিস্তেজ দেহ তখন তাকিয়ে রয় আর হাহাকার করে
বাকী থাকে না শরীরের কোনো অংশ
থাকেনা বাকী একবিন্দু রক্তও
যে জীবন কেটে গেছে জিকে গাছে শিম গাছ বেড়ে ওঠা
জড়িয়ে থাকার মতো
সাবলীল জীবনের গতিময়তা আজ শুধু ই ইতিহাস
কেভাবে জীবন ফুরানোর আগে জীবনের এ করুণ পরিণতি
যে জীবন গেছে চ'লে ফিরবেনা আর কোনো দিন
ফিরবে না আর সে কারো জীবনের তরে
পৃথিবী হাসে আর প্রশ্ন ছুড়ে দেয় জীবন কে ঘিরে
হে জীবন কি পেলে এ জীবনে তোমার?
জবাব দেয় জীবন-শূন্যতা হতাশা আর হাহাকার!