আইবুড়ো মেয়ের ঢেঁকি তে ধান ভানার শব্দ
আজও বাঁজে আমার কানে ঘুঙুরের মতো
আকাশে উড়ে চলা চিলের ছন্দময় গতির মতো
পায়ের নুপুর বেজে উঠতো যুবতীর ঢেঁকির পাড়ে
সেই অজপাড়াগাঁয় আজও লেগে আছে যুবতীর
শরীরের ঘ্রাণ
ফুরাবে না সেই মাদক ছড়ানো ঘ্রাণ সেই ফুল
যার জন্য দুলেছিলো সেদিনের এ প্রাণ
যুবতী আজও যুবতীই রয়ে গেছে
বুড়িয়ে যায়নি এতোটুকু
বাড়েনি তার বয়স আজও
সুন্দরীর শরীরের ঘ্রাণে আমি আজও হই মাতোয়ারা
সম্বিৎ হারাই শিহরণে বারবার
আবার ফিরে আসি শীতের নির্ঝর রৌদ্রময় উঠোনে
ভুলি নাই যুবতী তোমাকে আজও ভুলি নাই
তোমার ছন্দময় ধানভানা ঢেঁকির শব্দ আজও
আমাকে নিয়ে যায় টেনে
আমি ও ছুটে যাই সেখানে
যেখানে আছো তুমি
শুধু হৃদয়টাই এইটুকু জানে!