হে পৃথিবী চিৎকার করে কাঁদবো শুধু আমি আজ
কাঁদতে চাই আজ আমি ইচ্ছেমতো যতো খুশী ততোবার
কাঁদতে দাও আমাকে অনেকবার বহুবার
যতো ইচ্ছে কাঁদবো আমি কাঁদবো শুধু শত সহস্রবার
দিওনা বাঁধা কেউ আমাকে আর এই ধরনীর পর


আমার কান্না দেখে মাঠের দাঁড়কাক সাদা বক গলা
উঁচিয়ে নীরব নিস্তব্ধ হয়ে যাক
গরুর পিঠে বসা ফড়িং আর শালিক ও তাকিয়ে দেখুক
আমার অশ্রুভেজা সজল চোখ
বলুক তারা সব সরে গেছে চলে পৃথিবী আজ বহুদূরে
কি হয়েছে কবির
বলুক সমস্বরে সবাই কবির চোখে জল কেনো আজ
ঠাই দাঁড়িয়ে থাকুক তারা নির্বাক নিথর হয়ে
ঘিরে ধরুক তাদের মৌনতা আর নীরবতায়


শ্রাবনের জলের ধারার মতো কাঁদবো আমি ভিজিয়ে
চারিধার
বর্ষণ ধারার মতো স্রোতের জল হয়ে কাঁদবো আমি
দূর্নিবার
আর ভেসে যাবো অতলান্ত সাগরে আবার
আমার কান্না দর্শনে দুগ্ধপানে ব্যস্ত গাভীর পায়ে
প্যাচানো বিষধর সাপ ও স্তম্ভিত হয়ে যাক আজ


আজ শুধু কাঁদবো আর কাঁদবো এটুকুই জানি তার
আর কিছু নাই হে বিশ্ব আমার কিছু আর চাহিবার


গোটা পৃথিবীর সাগরের জল গড়িয়ে পড়ুক আমার
দু'চোখ বেয়ে
গাছের পাতারা নির্বাক তাকিয়ে থাকুক আমার
অবিরাম কান্না দেখে
নদীতে স্নানরতা রমনীর শাড়ীর আঁচল ভেসে যাক
ঢেউয়ের সাথে যতোদূর চোখ যায়


শুধু কাঁদবো আমি আর চেয়ে দেখবো এ পৃথিবীকে
কিভাবে অশ্রুজল গড়িয়ে পড়ে আমার গাল ছুঁয়ে
টোলের পরে
কাঁদতে দাও আমাকে শুধু আজ এই পৃথিবীর বনে
আজ আমি শুধু কাঁদবো আর কাঁদবো এটুকুই জানি
এর চেয়ে বেশী কিছু নাহি আর আমার চাহিবার
আমাকে আর দিওনা বাঁধা কেউ কাঁদতে শতোবার
আজ আমি কাঁদবো শুধুই কাঁদবো আমার সখিগন সনে
দেখুক অবাক বিশ্ব চেয়ে শুধু নির্জন বনে
আর যতোসব খেলা আছে তার
খেলুক সে বিশ্ব আমার সাথে বারবার