শূন্য দিয়েই জীবন শুরু
শূন্য দিয়েই শেষ
মাঝে শুধু দৌড়াদৌড়ি
ক্লান্তির নাই শেষ।


পাইনি কি আজ এ জীবনে
অঙ্ক করি সদা
জীবন নিয়ে বলতো শ্লোক
আমার প্রিয় দাদা।


পাওয়া এবং ভোগের হিসাব
করতে তুমি পারো
কর্ম দিয়ে অঙ্কের হিসাব
মিলাতে ঠিক পারো।


শূন্য থেকেই শুরু জীবন
চিন্তা ক'রে দ্যাখো
ফিরে যাবে শূন্য হাতেই
একটু মনে রাখো।