সবাই আমরা প্রশ্ন করি কতো রকম ভাই
উত্তর কিছু না পেলেও প্রশ্ন রেখে যাই।
স্বাভাবিক এ প্রশ্ন করার ইচ্ছে থাকে মনে
হাজার রকম প্রশ্ন করি সর্বলোকে জানে।


তারপরেও এমন কিছু প্রশ্ন রেখে যাই
প্রশ্ন শুধু প্রশ্নই রয় উত্তর উত্তর নাহি পাই।
কতোযে ভুল কাজের মাঝে আমরা সবাই মানি
ভুলের থেকেই শিক্ষা নিয়ে গড়তে জীবন জানি।


এমন কিছু ভুল থাকে যা শোধরানো তা যায় না
হাজার রকম চেষ্টাতেও সমাধান তার হয় না।
কষ্টে কাটে মাানব জীবন কষ্টতো আর যায় না
কষ্ট ছাড়া জীবনে কেউ সুখী তো আর হয় না।

এমন কিছু কষ্ট আছে কাউকে বলা যায় না
হৃদয়ের আগুণ দেয় পুড়িয়ে কয়লা দেখা যায়না।
এটাই হলো মানব জীবন এটাই হলো রীতি
এর মাঝেই বাঁচতে হবে নিয়ে সকল প্রীতি।