কাল সকালেই চ'লে যাবো আমি
বুনোপথ পথ ধরে ধীরলয়ে হেটে যাবো আমি
বুনোহাঁস চেয়ে রবে আমার একাগ্রতার দিকে
বিচলিত করবেনা একটুও আমাকে
যতদূর চোখ যায় হেঁটে চ'লে যাবো আমি দিনান্তের খোঁজে
হাটতে হাটতে চরম ক্লান্ত হয়ে বসে রবো কিছুক্ষণ
আবার পথ ধরে এগোতে থাকবো একাকী আমি
জানি তোমাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হবে আমার
শেকড়বাকড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে একেবারে
তোমাকে ছেড়ে দূরে থাকতে কষ্ট হবে আমার
হা ঠিকই কষ্ট হবে অনেক কষ্ট হবে আমার
আমার এ চ'লে যাওয়াকে বুনো পাখিরা বিদায় বিদায় ব'লে প্রতিধ্বনি করবে
আমি মুক বধির হ'য়ে হেটে যাবো যতোদূর চোখ যায়
চুপচাপ রয়ে যাবো থেকে যাবো আমার এ পথচলায়
শুনবোনা বুনো পাতার জঙ্গলের পত্র পল্লবের কোনো শব্দ
শুনবো না কোনো পাখির কুজন
হেঁটে চ'লে যাবো আমি অনেক অনেক দূর যতদূর চোখ যায়
কথা দিচ্ছি তোমাকে
কাল সকাল হলেই চ'লে যাবো আমি
কথা দিলাম তোমাকে আমি
একটু ও বলবো না জানতেও চাইবো না একটুও
কি মধুময় সময় কেটেছিলো গতরাতে তোমার আমার