সম্পত্তি না সম্পদ ছেলেমেয়ের জন্য
রেখে যাবো বাপ-মা সবাই একটু ভাবুন ভিন্ন।
টাকা-পয়সা গাড়ি-বাড়ি ছেলেমেয়ের জন্য
রেখে গেলে ঝুট-ঝামেলা হবেই তাদের জন্য।


মাঠের কৃষক চাকরিজীবি ব্যবসায়ী সব ভাই
আসুন সকল রাজনীতিবিদ একটু ভাবুন তাই।
অঢেল সম্পদ রেখে গেলে ছেলেমেয়ের জন্য
মরবে তারা জনে জনে সম্পত্তিরই জন্য।


কার ভাগে কতোটুকু বেশি কিম্বা কম
এ সব হিসেব করতে তাদের বেরিয়ে যাবে দম।
হিসেব যদি না মেলে তো লাগবে মারামারি
খুন হবে সব পঙ্গু হবে করবে আহাজারি।


হামলা হবে মামলা হবে যাবে আদালতে
লড়তে গিয়ে ফকির হবে থামবে না ও তাতে।
আমার আপনার মৃত্যুর পরে করবে লাঠালাঠি
সম্পত্তির জন্য তারা করবে পিটা পিটি।


দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকবে সদা তাদের মাঝে
ঝগড়া বিবাদ চলবে তাদের সকাল সন্ধ্যা সাজে।
কেউ কারোর দেখবে না মুখ কথা হবে বন্ধ
সম্পত্তির লোভে তারা সবাই হবে অন্ধ।


ছেলেমেয়ে এমনি করে চলবে ইচ্ছে মতো
গায়ের জোরে খাবে সম্পদ লুটেপুটে যতো।
আমরা সবাই মারা গেলে সকল ওয়ারিশ মিলে
খুবলে খাবে সম্পত্তি সব খাবে গোঁজা মিলে।


মারামারি হানাহানি কাটাকাটি হামলা
দ্বন্দ্ব সংঘাত ঝগড়া সহ আরও হবে মামলা।
তাই বলি আসুন সবাই অঢেল সম্পদ বাদ
দিলে কিন্তু তাদের জীবন হবে না বরবাদ।


ছেলেমেয়ের ভবিষ্যত তবে কি হবে তাই বলুন
এবার একটু ধৈর্য ধরে কথাগুলো শুনুন।
সুশিক্ষিত সুনাগরিক গড়তে যদি পারি
মানুষ হয়ে দেবে তাদের সংসার জীবন পাড়ি।


তাদের জন্য শান্তি কিনুন শান্তি হলো শিক্ষা
সুনাগরিক হলে তারা আপনি নেবেই দীক্ষা।
আসল কথা মানুষ করুন মানুষ হলেই শান্তি
আসবে দৌড়ে ঘরে তাদের আসবে মহা প্রশান্তি।


থাকবে তারা শান্তি সুখে ঝুট ঝামেলা নাই
এখন বলুন অঢেল সম্পদ লাগবে কিনা তাই?
সবাই মিলে শান্তি কিনুন ছেলেমেয়ের জন্য
মৃত্যুর কোলে শোয়ার আগে নিজেও হোন ধন্য।


অঢেল সম্পদ গাড়ি-বাড়ি দেয় না কোনো সুখ
সুখের জন্য সারাজীবন কেঁদে ভাসায় বুক।
এই সুখের-ই জন্য তারা যাবে শেষে জেলে
জেলে বসে কাঁদবে তারা দুঃখ যাবে খেলে।