রূপকল্প চিত্রকল্প ইতিহাস ঐতিহ্যের কাহিনি ভিত্তিক রূপক কবিতা
অনেকেই লিখে থাকেন
আমি তাদের মতো করে লিখতে চাই না
এমনকি পারি ও না
কারণ এ সকল বৈশিষ্ট্য বিশিষ্ট কবিতা সাধারণত কবিরাই ভালো বোঝেন
সাধারণ পাঠকরা নয়
কারণ বেশির ভাগ পাঠকেরই কবিতার মর্মার্থ উদ্ধার করতে গলদঘর্ম
হতে হয়
আর তখনই কবিতার প্রতি সাধারণ পাঠক আগ্রহ হারিয়ে ফেলে


তাহলে কবিতার বেশী পাঠক কারা? কবিরা নাকি সাধারণ মানুষেরা?
যদি সাধারণ পাঠক হয় আমি তাদের জন্যই কবিতা লিখবো
যাতে তারা সবাই আমার কবিতা বুঝতে পারে
যারা লেখা পড়তে পারেন তারাসহ শিক্ষিত সকল সাধারণ পাঠকের জন্য
আমি কবিতা লিখবো
তবে
কবিতার কোনো শব্দ কোনো বাক্য যেনো পাঠকের কাছে কঠিন বা দুর্বোধ্য
না হয় এমন কবিতাই আমি লিখতে চাই
আমার কবিতা পড়ে খুব সহজেই যাতে পাঠক অর্থ বুঝতে পারে
উদ্ধার করতে পারে
আমি ঠিক সেই কবিতাই লিখতে চাই


ছোট গল্প উপন্যাস ও কবিতার মধ্যে কবিতার পাঠক সংখ্যা খুবই কম
কারণ রূপকসমৃদ্ধ কবিতা লিখতে গিয়ে কবিরা যে সকল শব্দ বা রূপকল্প
চিত্রকল্প ব্যবহার করেন
পাঠক তার বেশির ভাগ কবিতার অর্থই উদ্ধার করতে পারেন না
বুঝতে খেই হারিয়ে ফেলেন
সেজন্য কবিতার প্রতি পাঠকের আগ্রহ ক'মে যায়
পাঠক যখনই কবিতার অর্থ খুব সহজেই বুঝতে পারবে কবিতা তখনই
পাঠক কে টানবে বিদ্যুতায়িত হবে পাঠক হৃদয়
যে সব কবিতা পড়ে পাঠক রসাস্বাদন করতে পারেন না
সে সব কবিতা পড়ে পাঠক কোনো আনন্দ ও পান না


যখনই তার কবিতার প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরী হবে আর তখনই
কবিতার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে
অন্য কোনোভাবে কবিতাকে সাধারণ পাঠকের হৃদয়ে গেথে দেয়া যাবে না
পৌঁছে দেয়া যাবে না সেটা পাঠক প্রিয়তা পাবে না
যারা কবিতার জগতে বিচরণ করেন তাদের কথা ভিন্ন


শুধু মাত্র কবিতার পাঠক বৃদ্ধিই নয় কবিতা কে সকল সাধারণ পাঠকের
কাছে বোধগম্য করে তোলার প্রয়োজনে কবিতাকে হতে হবে সহজ সরল
ও সোজা


তবে প্রশ্ন উঠতে পারে
কবিতা কি তাহলে সকলের জন্য নয়?
কবিতা কি শুধু কবি ও কিছু সংখ্যক পাঠকের জন্য?


হাজার হাজার বছর ধরে কবিতা রচিত হচ্ছে হয়ে আসছে আরও হবে
কিন্তু কবিতা ঠিক ঐ পর্যায়ে পাঠক মনে প্রবেশ করতে পেরেছে কি?
একমাত্র কবিগণ এবং কিছু কীর্তিমান পাঠকের মধ্যেই কবিতার বিচরণ
সীমাবদ্ধ রয়েছে


উপন্যাসের পাতায় পাতায় যেমন একটা তারপর, রস, অপেক্ষা ও আকর্ষণ
পাঠক মন খুঁজে পায় কবিতার বেলায় ঠিক তেমনটি ঘটে না
অবশ্যই কবিতা লেখার নিয়মকানুন ব্যাকরণ ও ছন্দ  অনুসৃত হতে হবে
কবিতা লেখার সময়
এটা অনিবার্য


আমি লিখবো সাধারণ পাঠককুলের জন্য যাতে তারা সহজেই কবিতার
দেহে প্রবেশ করতে পারে অন্তরে ঢুকতে পারে সাগ্রহে
লিখবো একেবারে ঠিক খাটি সহজ সরল ও সোজা ভাষায়
লিখবো একেবারে শুধু কথামালা যা সকলেই বুঝবে
তাতে কবিতা হোক বা না হোক কিংবা বিকলাঙ্গ হোক
আমার কিছু ই  যায় আসে না তাতে
আমি একটু ও চিন্তিত নই
আমি এই বলে শান্তি খুঁজে পাবো যে
সকল পাঠকই বুঝবে যে আমি ঠিক কি বলতে চেয়েছি


বিঃদ্রঃ প্রিয় কবি বন্ধুগন লেখা টি একান্তই আমার মনের কথা।
নিজস্ব চিন্তা ও ভাবনার ফসল।
এটা আমার ব্যক্তিগত অভিমত।
এ বিষয়ে অবশ্যই ভিন্ন রকম মন্তব্য ও আলোচনা থাকতে পারে।  থাকবে।
তবে ব্যক্তিগতভাবে কারোর কবিতা বা লেখা বিষয়ে আমার এ লেখা নয়।
তাই কাউকে কিছু মনে না করার জন্য অনুরোধ করছি।