মুঠ ফসকে চ'লে গেলো আহা কি মিষ্টি সময়
আর কি আসবে ফিরে জীবনে আবার
ছোটবেলার রোদ ঝলমলে আলো ফেলে আসা সূর্যের কিরণ
আসবে না ফিরে আর কোনোদিন জীবনে আবার
একদিন পূব আকাশ ফর্সা ক'রে হাসতে হাসতে কিরণ ঢেলে দিতো রবি
আজ দেখি সে সব জীবনের মেকি আর ছায়া আর ছবি
কি সৌজন্য কি সৌহার্দ্য কি স্নেহ কি ভালোবাসা
কোথায় গেলো আজ তারা সব
আজ দেখি প্রীতি আর আলোড়নের দারুণ অভাব
স্বার্থপরতার গ্লানি আজ জেঁকে বসেছে চারদিক
নেয়না খোঁজ কেউ কারোর য়ারযার স্বার্থে বিভোর দিগ্বিদিক
একি অপমৃত্যুর হাত গলা টিপে মারছে সমানে
মানবতা সৌজন্য সংস্কৃতির আজ দারুণ খরা
ঘিরে ধরেছে মানবজাতিকে আজ তার প্রিয় বসুন্ধরা