সুখের পিছে ছুটি আমরা  
সুখ পাখিটি চাই
সুখ পাখি যে উড়ে বেড়ায়
ছোঁয়ার শক্তি নাই।


সুখ পাখিটি গাছের ডালে
গাইছে মধুর সুরে
পাখির কাছে এগিয়ে গেলে
মনটি যাবে ভরে।


অতিরিক্ত কিছু পাওয়ার
আশা যদি করো
সেই আশাই বাড়িয়ে দেবে  
দুঃখের কারণ আরো।


যা আছে তা নিয়ে যদি
সুখী ভাবতে পারো
নিশ্চিত তুমি হবে সুখী
ধ'রে নিতে পারো।  


যা আছে তা নিয়ে তুমি  
বলতে থাকো ওরে
আমি এখন অনেক সুখী
সুখপাখি মোর ঘরে।


অতিরিক্ত চাওয়া পাওয়া
শান্তি কেড়ে নেয়
দৌড়ালে কেউ সুখের পিছু
ধরা নাহি দেয়।