তোমার আকাশে অনেক সূর্যের মেলা
তবে কেনো আমার প্রতি এতো অবহেলা
কেমনে সইবো বলো আমার প্রতি তোমার অবহেলা
সূর্যের আলোক রশ্মি ডানা মেলে ঘুরে বেড়ায় পরির মতো
তোমার উজ্জ্বলতা ছেনে ছেনে উদ্ভাসিত হয় গোটা বিশ্ব
দূর হয় নিকষ কালো ভুতুড়ে অন্ধকার
এতো আলো আর আলো সর্বত্রই ঝলমলে রোদ্দুর
পৃথিবীর সব অমানিশা কেটে যায় তোমার অকৃত্রিম দানে
প্রতিটি ভোরে প্রতিটি দিনে তুমি নবরূপে আবির্ভূত হও
মানব কল্যানে
ভ'রে ওঠে শস্য ভান্ডার মানবের
তোমার অপার সৌন্দর্যের মুগ্ধতায় কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ!
আলোকিত হয়না শুধু আমার একমাত্র আঁধার ভূবন
নীরব অন্ধকারের দ্বার ভেদ ক'রে আমার দিকে আলো
জ্বালেনা আর কেউ