তুমি আমার শরীরে প্রবাহমান রক্ত হৃদয়ের স্পন্দন
তুমি আমার ঝরে পড়া গোলাপের পাপড়ি মতন
তুমি আমার আকাশে এক ঝাক বলাকার উড়ে যাওয়া ছবি
তুমি আমার মাছরাঙা সূর্যের রক্তিম দিগন্ত রেখা
তুমি আমার সদ্য কেনা জামদানী শাড়ির আঁচল
তুমি আমার বহু কাঙ্ক্ষিত দখিনা হাওয়ার দোল
তুমি আমার টিএসসি তে বসে ফুসকা খাওয়ার মিষ্টি মধুর বোল
তুমি আমার হাকিম চত্বরে চায়ের কাপে চুমুকের অপেক্ষা
তুমি আমার বয়ে চলা নদীর তীব্র স্রোতময় গতির সুর 
তুমি আমার হৃদয়ের গভীর এক সমুদ্র সৈকত
তুমি আমার চানাচুর মুড়িবার অফুরন্ত স্বাদ
তুমি আমার মাঠে চরা গরুর পিঠে বসা শালিকের ঝাঁক
তুমি আমার তীব্র কুয়াশা ঘেরা শীতের চাদর
তুমি আমার হৃদয়ের মণিকোঠা যত্নে রাখা আদর
তুমি আমার নদী থেকে জল ভ'রে কলসী কাকে ফিরে আসা মধ্য দুপুর
তুমি আমার নির্জন দ্বীপের হিমেল হাওয়ার সুর  
তুমি আমার তৃষ্ণার্ত হৃদয়ের আষাঢ় শ্রাবণ
তুমি আমার মধ্য রাতে বেজে ওঠা টেলিফোনের কিড়িং কিং ধ্বনি
তোমার আমার পথের অফুরন্ত সীমান্তের পরে ও চব্বিশ ঘণ্টা আমি
ঠিকই তোমার কাছেই ঋণী!