মস্তোবড়ো ব্যস্ত মানুষ করলে আমায় বিয়া
চব্বিশ ঘণ্টা বাইরে থাকো একলা ঘরে থুইয়া
দিনের পরে দিন চলে যায় পাইনা তোমায় কাছে
তুমি যে এক ব্যস্ত মানুষ সময় তোমার আছে?


ম্যারেজ'ডে আজ করছো পালন তেত্রিশ বছর পরে
তোমার হঠাৎ কি হয়েছে বুঝতে পারি না রে
ম্যারেজ'ডে যায় প্রতি বছর যায় যে কতো দিন
আমার কাছে তোমার আছে লক্ষ কোটি ঋণ।


বছর বছর ম্যারেজ'ডে তে দাওনি কোনো গিফ্ট
আজকে হঠাৎ ভালোবাসায় হলে কেনো শিফ্ট
তেত্রিশ বছর পরে আজি ফিরলে তুমি ঘরে
শেষ বিকেলে দেবার মতো নেই যে কিছু করে।


বেলা শেষে অবশেষে জাগলো ভালোবাসা
শেষ হয়েছি নেই যে আর বুঝলে নারে পাশা
কতো গেলো ম্যারেজ'ডে নাওনি কোনো খোঁজ
অবহেলায় তোমার আমি কেঁদেছি হররোজ ।


ডায়মন্ডের আংটি হাতে ম্যারেজ'ডে তে সামনে
তেত্রিশ বছর দাওনি যেটা পরবো সেটা ক্যামনে
ডায়মন্ডের আংটি জলে ভরবে না এ মন
এ মন শুধু ভালোবাসা চায় যে সারাক্ষণ ।


সোনাদানা চাই না শুধু ভালোবাসা চাই
কুঁড়ে ঘরে থাকবো যদি আদর সোহাগ পাই।


প্রকাশস্থানঃ
বাংলো
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়-১৫-৩৬মিনিট
বাংলা-২০ ফাল্গুণ ১৪২৭
ইংরেজী-০৫-০৩-২০২১