মনের আক্রোশে ছিড়ে ফেলি প্রেমের খাতা
গুণে গুণে এক থেকে সবশেষ পাতা
চ'লে যাই দূর দূরান্তে মানবহীন প্রান্তরে
অভিমানে ছেয়েছে আকাশ
চ'লে যাই প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমিতে
পা রাখি সন্তর্পণে
নেই কেউ সেখানে আর দেখার
তোমার ছায়া আর মাড়াবো না ব'লে
অভিমানের খেয়া বেয়ে চ'লে যাবো
বৃক্ষের ছায়া তলে
যেখানে কথা হবে পাখি আর গাছপালার সনে
তবুও ফিরবোনা আমি
তাকাবো না আর তোমার মুখপানে
দিন-রাত কথা ব'লে যাবো আমি পত্র পল্লবের সনে
বারবার ডাকলেও আর সাড়া দেবো না
আসবো না ফিরে আর তোমার আহ্বানে
তুমি থেকে যেও নির্বিঘ্নে সমুদ্রের লবনাক্ত নীল
জলরাশীর মত তোমার আপন খেয়ালে