জন্মেছিলে ব'লে সেদিন সূর্য উঠেছিলো
একটা চাঁদের নীচে সকল তারা ডুবেছিলো
টুঙ্গিপাড়ার মাটি থেকে দেশের সকল মাটি
সোনার খনির চেয়ে ও ছিলো মূল্যবান এক ঘাটি।


ফুলে ফলে দিলে ভ'রে বাংলা মায়ের প্রাণ
তোমার কথা ভুলবেনারে থাকতে কারো জান
তোমার মতো এমন মানুষ বিশ্বে কোথাও নাই
প্রতিক্ষণে তাইতো ফিরে তোমার কাছে যাই।


ব্যঘ্রসম কন্ঠে কামান গর্জে উঠেছিলো
ফিদেল কাস্ত্রো চোখে সেদিন হিমালয়  দেখেছিলো
তুমি এসেছিলে ব'লে বাংলা হেসেছিলো
কানায় কানায় ভরা নদী জলে ভেসেছিলো।


নৌকা ডিঙি তালের ডোঙার সাথে তোমার কথা
বাজে আজও কানের কাছে দূর ক'রে সব ব্যথা
তুমি এসেছিলে ব'লে বাংলা এসেছিলো
গাছের ডালে ব'সে পাখি গান গেয়েছিলো।


ঘাসের ডগায় ফড়িং সুখে নৃত্য করেছিলো
স্বপ্নে বিভোর বাংলা সেদিন জেগে উঠেছিলো
বুলবুলিরা ধানের ক্ষেতে আসর গেড়েছিলো
রিক্সা শ্রমিক মনের সুখে প্যাডেল মেরেছিলো।


একটা চাদের আলোর বন্যায় বাংলা হেসেছিলো
তল্পিতল্পা গুটিয়ে কষ্ট বাংলা ছেড়েছিলো
বিলিয়ে দিলে হাসি সেদিন বাংলা মায়ের বুকে
তোমায় ছেড়ে যাবে বাংলা কোন সে মনের দুখে?।