তুই মরবি ক্যান? তোর বাড়া ভাতে ছাই দিয়েছে কে?
কার জন্য তুই মরবি? সেকি তোর নিজের জীবনের
চেয়ে বড়ো কেউ ?


দু'টি গাছের দু'টি ডাল একটা ডালে রূপ নিয়েছিলো
কিছুদিন ভালোই চলছিলো বটে
হঠাৎ কালবৈশাখী এসে লন্ডভন্ড ক'রে দিলো সব
ডাল দু'টি ভেঙে গেলো
বিচ্ছিন্ন হ'য়ে গেলো ঠিক আগের মতোই
তাতেই কি সব শেষ হয়ে গেলো?


পৃথক ডালটি হাতে নিয়ে শুরু হোক নবতর পথচলা
ডালটার ময়লা আবর্জনা স্বচ্ছ জলে ধুয়ে মুছে
পরম মমতায় হাতে তুলে নেই ডাল খানি
ফেলে আসা স্মৃতিময় জীবনকে পিছু ফেলে
হাটতে থাকি সম্মুখ পানে ঠিক যতোটা মন চায়


পৃথক একটা বাগানে শত সহস্র নবীন বৃক্ষ রোপন
করি
জল ঢেলে সতেজ গাছগুলোর আরো উজ্জ্বলতর সজীবতা
ফিরিয়ে আনি
মালি হ'য়ে বাগানটার যত্ন নেই বাকী সময়টা ফুরফুরে
মেজাজে কাটিয়ে দেই
কে চ'লে গেলো? কে এলোনা? তাতে কি এসে যায়
তোর?


তুই মরবি ক্যান? কি হয়েছে তোর? তুই কার জন্য
মরবি?
তোর জীবনের জন্য তোর চেয়ে আপন আর কে থাকতে
পারে?
একবার ভেবে দ্যাখ্ তুইতো তোর জন্যই যথেষ্ট
একটু ভরসা রেখে এগিয়ে যা
যেখানে তোর ইচ্ছে হয় যেতে


তই মরবি ক্যান? কার জন্য মরবি তুই? একবার তোকে
ভালোবেসে দ্যাখ্
দেখবি একদিন সব ঠিক হ'য়ে গেছে
দেখবি তোর পূব আকাশ কিরণ্ময় দীপ্তিময় হ'য়ে উঠেছে