তোমার জন্য সকাল সাজে থাকি বসে নদীর ঘাটে
কলসি কাকে কখন তুমি আসবে আমার হৃদয় তটে।
তোমায় নিয়ে ভাসবো আমি পদ্মা মেঘনা যমুনাতে
হারিয়ে যাবো তোমায় নিয়ে হারিয়ে যাবো গভীর রাতে।


তোমায় যদি কেড়ে নিতে ঢেউ আসে গো বাহুর ধারে
ধাক্কা মেরে উড়িয়ে দেবো কাঁদবে যে ঢেউ চুপিসারে।
আগলে তোমায় রাখবো আমি বুকের মাঝে ওগো রাণী
সারাজীবন থাকবো পাশে দিলাম তোমায় আমার বাণী।


যতোই আসুক ঝড় বৃষ্টি রাখবো আমি ছাতা ধরে
থাকবে তুমি নিরাপদে রাখবো তোমায় হৃদয় ভরে।
গরমকালে পাখা হয়ে করবো বাতাস সারারাতি
শীতকালের কাঁথা হয়ে জড়িয়ে রবো দিবসরাতি।


হাজার খানেক কিনবো শাড়ী বাজার থেকে সেরা দেখে
নীলাম্বরী আর জামদানীতে থাকবে সে সব ভরা তাকে।
তুমি যখন বলবে আমায় চলো না যাই ফুসকা খেতে
সকল কাজ ফেলে রেখে ছুটবো আমি তোমার সাথে।


ঘুরতে যাবো নদীর তীরে বললে শুধু একটি বারে
যেথায় স্রোত কুলকুল রবে যায় ছুটে যায় প্রেমের টানে।
তোমার চোখের দুঃখ বাণী পড়বো দিয়ে হৃদয়খানি
একটু খানি জল গড়ালে কাঁদবো আমি সারাদিনি।


বলবো তোমায় পরতে শাড়ী সুন্দর তোমায় লাগে ভারী
তুমি যে এক রূপ সাগরী তোমার রূপে আমি মরি।
তোমার জন্য করবো বাড়ি শ্বেত পাথরের দেখবে তুমি
সেই বাড়ির ঐ বেলকনিতে চায়ের দাওয়াত নেবো আমি।


ঘুরতে যাবো তোমায় নিয়ে নায়াগ্রা তাজমহলে
আরো যাবো অনেক দেশে তুমি শুধু রাজি হলে।
দেশ বিদেশের গহনা কিনে রাখবো তোমার সিন্ধুক ভরে
পরবে তোমার ইচ্ছে মতো দেখবো আমি নয়ন ভরে।


তোমার পায়ে আঁচড় লেগে রক্ত যদি বেরোয় তোমার
জামা দিয়ে মুছবো দেখে ব্যথা না পাও হৃদয় আমার।
তোমার জন্য জোছনা রাতের জোছনা আমি ছিনিয়ে আনবো
তোমার গায়ে জোছনা মেখে তোমার মাঝেই হারিয়ে যাবো।


তোমার জন্য ডিঙি হবো সাগর পাড়ে রাত দুপুরে
ডিঙি করে ভেসে যাবো আনন্দের ঐ সুখ সাগরে।
শিশির ভেজা ঘাস বনে ঐ সূর্য যখন উঁকি দেবে
তোমায় আমি খুঁজে নেবো ফুল বাগানের গোলাপ ভেবে।


তোমার আঁচল আমার হাতে থাকবে ধরা সারাজীবন
পারবে না কেউ ছিনিয়ে নিতে যতক্ষণ না হবে মরণ।
তোমার চোখে আমার চোখে কথা হবে সঙ্গোপনে
বুঝবে না কেউ কোনো ভাবে মুখ ঢাকিবো 'বিজ্ঞাপনে'।


তোমার দুঃখে বিষন্নতায় থাকবো আমি তোমার পাশে
দূর করে সব দুঃখ তোমার রইবো বসে তোমার আশে।
তোমার জন্য ফুলবাগানে রইবো জেগে সারারাতি
ভোরের বেলা মালা হয়ে জড়িয়ে রবো দিবসরাতি।


বদন তোমার মলিন হলে দুঃখে কাতর হবো আমি
আদর সোহাগ করলে তখন হাসবে তোমার হৃদয় ভূমি।
তোমার জন্য পাখি হয়ে উড়বো আমি আকাশেতে
থাকবে তুমি আমার সাথে ঘুরবো সারা পৃথিবীতে।


আমি তোমার নয়ন হবো থাকবো তোমার নয়নপাতে
মনে মনে কথা হবে স্বপন কিম্বা শয়ন রাতে।
তুমি আমার নৌকা হবে মাঝিই হবো আমি তাতে
ছলাৎ ছলাৎ বৈঠা হেনে এগিয়ে যাবো গভীর রাতে।


তোমায় নিয়ে ঘর বাধিবো থাকবো সারা জীবন সুখে
তুমি আমার ভালোবাসা বেসে যাবো সকল দুঃখে।
তুমি ছাড়া আমার আমার জীবন খাঁ খাঁ একটা মরুভূমি
গাছের গোড়ায় ঢাললে পানি সজীব হবে গাছ তখনই।