লক্ষ কবির বাংলাদেশে এমন কবি পেলাম কই?
লিখবে আমার দুঃখের কথা লিখবে শুধু দুঃখ ওই
এমন কবি কোথায় পাবো এমন কবি কোথায় কই ?
দুঃখ কষ্টের মালা গলে পরিয়ে দেবো সোজা সই।


ইট ভাঙ্গি টুকরো করি এটাই আমার দিনের কাজ
নারী শ্রমিক ব'লে আমার নাইযে তাতে কোনো লাজ
গানের সুরে কাজ করে যাই নারী পুরুষ শ্রমিক সব
দুঃখ ঢাকি গানের সুরে সবার কন্ঠে একই রব।


সোনার শরীর ভেজে আমার নোনা জলের ঘামে ওই
আসক্ত হয় পুরুষ শ্রমিক কামের তোড়ে তাতইতই
চোখের জলে বুক ভেসে যায় দেখার আমার কেহ নাই
ঘামের জল আর অশ্রুজলে ভিজে আমি সাবাড় তাই।


সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরি যখন বাড়িতে  
মিনসে বলে রান্না চড়াও ভাত তুলে দাও হাড়িতে
ভাত বেড়ে দাও তাড়াতাড়ি হয়না যেনো দেরি আর
ঘুমের তোড়ে পড়ছি ঢ'লে কেমনে করি সময় পার?


দিনে খাটি রাতে খাটি এক মিনিট ও ক্ষান্ত নেই
রাত দুপুরে ঘুমের ঘোরে মিনসে বলে রেহাই নেই
দুঃখে ভরা জীবন আমার কেমন ক'রে কারে কই?
পারিনা আর সইতে আমি কষ্টে ভরা জীবন সই।