ঝরনা ধারা
                   নুরুজ্জামান


দিয়েছিলে কথা, করনিত দেখা,গিয়ে এসেছিলাম ফিরে,
মানতে পারিনি সেদিন হৃদয় ছিল মোর বেদনার ঘোরে।
ভাবতে গিয়েও ভাবতে পারিনি এমন কেন করল মোর প্রিয়ে,
আকাশের মত ঘন কালো মেঘে হৃদয় গিয়েছিল ছেয়ে।
নেমেছিল সেদিন আকাশ থেকে অঝর ধারায় বৃষ্টি,
হয়েছিল মোর দুটি নয়ন নতুন করে আকাশের মত সৃষ্টি।
কেদেছিলাম সেদিন ঝরে ছিল অশ্রু অবিরাম ঝরনা ধারায়,
তুমি হিনা মোর হৃদয় সেদিন স্থির নাঝহি হয়ে দারায়।
অবারিত মাঠ পেরিয়ে আমি ভেবেছিলাম একা একা,
এজগতে আর তুমার সাথে নাহি করিব দেখা।