মেঠো পথ
          নুরুজজামান


মেঠ পথ সবুজ ঘাস আর আল্তা রাঙ্গান পাঁ,
শিশির ফোটার বিন্দু স্পর্শে শিহরিত সারা গা।
বিন্দু ফোটার সারা অঙ্গ দিয়ে করছে তোমায় আলিঙ্গন,
রংধনুর আবির মাখায় রঙিন সারা মেঠো অঙ্গন।
চির সবুজের মেঠ পথ আজ সাত রঙ্গে রঙ্গিন,
তোমায় কাছে পেয়ে সে সুখে হবে বিলিন।
ভোরের শ্যামার স্থূল কন্ঠ হয়েছে আজ দীপ্ত,
গান সুনাবে তোমায় ঘিরে, এটাই তার সুত্র।