প্রস্থান
                  নুরুজ্জামান


একটি অন্ধকার রাত আসবে নেমে যেদিন আমার এই জীবনে,
সকল কিছুকে দিয়ে ছুটি যাবে নিয়ে আমায় সে গোপনে।
মায়া মমতা ইন্দ্রজালের ইতি জুরে দিবে সেই দিন,
নির্বাক চোখে তাকিয়ে তুমি গুনবে মোর দুর্দিন।
নিরবতায় ধরবে ঘিরে তোমার পাষন্ড মন,
ফেলে আসা স্মৃতির পাতা নিরবে কাদাবে তখন।
হাজার কস্টের ভিরে তুমি ভাব্বে আমায় নিয়ে,
কেছিল সে, কেন এমন হয় আর এমন কেন করছে হিয়ে।
চেতনার ঘোরে ভেজা কন্ঠে বলজদি তুমি মোর, প্রিয়ো জন
ভেবে নিও তুমি, অনেক আগেই নিয়েছি আমি প্রস্থান।