চোখে যদি না আসে কারো ঘুম,
মধুর পরিবর্তে খেতে দিও তাকে মোম!
এতে ঘুম হবে ভালো, মন থাকবে সতেজ!
কেশ হবে বেশ লম্বা ও কুচকুচে কালো।


হোমিওপ্যাথিক থাকেন যদি কেউ,
বলবেন উনি সহজ কথা নয় অজানা।
'ক্যানাবিস ইন্ডিকা' খেতে হবে ফোঁটা ফোঁটা!
এতে করে দূরে রবে ঘুমের যত জ্বালা।


আমড়া গাছের ল্যাংড়া ছায়া,
ধরতে যদি কেউ পারে! শনি-সোমবারে
বোতলে ভরে, ঝাঁকি দিবে বারে বারে।
সকাল বিকাল খেয়ে নিলে-
ঘুম-সমাধান, নতুন কি পুরান
ঠাণ্ডা কাশিও সারে।


খোলা আকাশের নিচে,
গাঁ ঠেকিয়ে দখিনা বাতাসে
করলাম আমি সমাপ্ত।
"ঘুমের বড়ি" কাজে লাগবে(?)
ভালো ভাবে তাই করে নিও সবে রপ্ত।


০৯/০৫/২০২২ইং
নিজের বাটিতে।।