কুমার নদীর জলে
আমায় ডেকে বলে,
দূর নদী পদ্মার পাড়ে-
ভাসিয়ে নিয়ে যাবো তোরে।


আমার সাথে চল,
দেখবি আমার জল;
আদর করে তরে আমি-
করিয়ে দিবো বিয়ের গোসল।


বললাম, ওরে ভাই!
এবার কোথায় যাই,
সবাই শুধু আমায় চায়!
আমি যে একাকি অসহায়।


রাতে আসে ফুল পরী-
দিনে জ্বালায় বদ্দি বুড়ি,
স্বপ্নে দেখি যুবতী নারী ।
আহ্ হা! আমি কি যে করি?


ভাল্লাগে না কিছু,
তাই মাথা করে উঁচু;
ধরেছিলাম ওর পিছু।
চলে গেল, ধরিয়ে দিয়ে কচু!