আগেই তুমি বলে  দিয়েছিলে, হবে না আমার সাথী;
আমার লাগি তোমা  অন্তরে ছিল না কোনো প্রীতি।
মতি ভ্রমে তবে ফিরে এলে কেন; দিলে কেন সম্মতি?
অতি উৎসাহী মন  ভেঙ্গে  দিয়ে করলে একি ক্ষতি।


প্রণয়ীর বেশে কাছে ডেকে নিয়ে, দিলে যবে ফাঁকি,
লোনা জলে তব বুক ভেসে যায়, অশ্রুসজল আঁখি।
আমার মিনতি মনে ধরেনি,তাই দাওনি তাতে কান।
প্রেম জাগিয়ে হৃদয় কুঠিরে দিলে তাই পিছুটান।


প্রীতি খুঁজে ফিরে সারাক্ষণই আমি হই শুধু পেরেশান।
সাথী নামের ঐ প্রণয় পাখিটির কি হয়ে গেল অবসান।
যতই খুঁজি পাই না কোথাও তোমার কোনো নিশান।
মনের ব্যথা মনে পুঁতে দিয়ে বুকে চেপে  রই পাষাণ।


সুখ পাখি ঐ সুখ-দুঃখ আর সপ্নের কতো গান,
শোনাতো মোরে সংগোপনে শুনিত না কোনো জন।
বর্ষা কালেরে গরম ভাবিয়া নরম হতো তার মন,
তাল পাখাভাবে শাড়ীর অঞ্চলে করিত মোরে ব্যঁজন।


অবহেলা বসে ভুলে গেল সব আবেগ ঘন স্মৃতি,
অবলার প্রেম সাগরে সবলা টানিয়া ছাড়িল ইতি।


১২/০৬/২০২২
নদী গবেষণা ইন্সটিটিউট, ফরিদপুর।