দেখিয়ে সে কত যে স্বপ্ন কতশত আশা,
বলেছিলো প্রেম দেবে দেবে ভালোবাসা।
এমনি ভাবে কুড়িয়ে নিয়ে অগাধ ভরসা,
হারিয়ে গেলো যে কোন মহনায়
                    পাই নারে তার দিশা।


চর্মে তাহার ঘর্ম বিন্দু মুক্তা শোভা পায়,
হাঁসিতে যেন গোলাপ-বেলির সুবাস ছড়ায়।
দখিনা বাতাসে সে এলোকেশ উড়ায়,
চোখের চাহনি যেন মন ছুঁয়ে যায়।


তাহার পরস পেতে মনে দিলো দোলা,
তাতেই আমি হয়ে গেলাম আত্মভোলা।
আমারে নিয়ে সে করল শুধু খেলা,
আমায় ছেড়ে আজি অন্যের সাগরে সে
                      ভাসায় প্রেমের ভেলা।


ভেবেছিলাম যারে আমি অনেক আপন,
সেই যবে জ্বালিয়ে গেল বিষের দহন।
ভাবতে পারি না কাউকে এখন আগের মতন,
আসে যত সুন্দরী নিত্য নতুন।


যার স্বরনে আমি লিখছি এসব কথা,
হয়তো তার কাছে পৌঁছবে না এর অনুকনা।
তবুও লোকে জানুক; জানুক এই দুনিয়া!
মেয়ে জাতির সুপ্ত-গুপ্ত আছে যত ছলনা।


২২/০৫/২০২২
খাবাসপুর, ফরিদপুর।