বিদূষী ইভা! করে যবে নিত্য,
ভুল ধরেছো কথা সবে সত্য।
তা বাংলায় কবে অর্জন করলে
             এত বড় পাণ্ডিত্য?
        ভুল ধরেছো করে কষ্ট
    শুনে  আমার  মাথাই নষ্ট!


ভুল ধরে এরা, কারণে অকারণে!
ঐ কথাটা লেখা আছে কোন অভিধানে?
"শিক্ষকগণেরা" শনিবার সকালে
আড্ডা দিচ্ছে বসে চায়ের দোকানে।
এদিকে "সুন্দরী নারীরা" সকলে
একে একে যাচ্ছে চলে সব ডেটিংয়ে।


তোমার বাতানো নিয়মানুসারে
এ কথাও কি তবে মেনে নিতে হবে?
যদিওবা এতে আমার হয় অতি কষ্ট
বকলম বধিরাম বিদূষী নারীর অনিষ্ট
এতে আমি হয়ে উঠি শুধুই অতিষ্ট
অবশেষে বলে যাই হায়রে অদৃষ্ট।


হায়রে হায়, হায়রে হায়রে হায়
ব্যাকরণ ভালো করে শিখতে হয়।
অন্যথায় ভুল ধরতে ভুল হয়,
যত্রতত্র লজ্জায় পড়তে হয়।।


০৩/০৬/২০২২