আকুলতা ঘি‌রে তব স্মৃ‌তি ম‌নে প‌ড়ে!
চাই য‌দি মু‌ছে দি‌তে বেদনায় ভ‌রে।
তৃষাতুর মন কভু হয়‌নি বারণ!
অনাদ‌রে বি‌লো‌কিত শুধু অকারণ।


দিব‌সের শে‌ষ হ‌লে আ‌বে‌গের ঋণ!
বির‌হের অশ্রুপাত বিষম ক‌ঠিন।
নিভৃত নয়‌নে ভা‌সে মোহমায়া ভার!
মর্মব‌্যথা বারবার হ‌লে অ‌ভিসার।


পরাভব এ জীব‌নে শূন‌্যতায় ভরা!
মন‌শো‌কে অ‌নিদ্রায় ব‌হে অশ্রুধারা।
কেন নেই অ‌ধিকার বৃথা চারপাশ!
লুকা‌য়িত স্মৃ‌তিগু‌লো ব‌হে দীর্ঘশ্বাস।


কামনা প্রদীপ নি‌ভে দিন যত যায়!
বির‌হের অশ্রুজল ঝ‌রে অনুপায়।