বিষা‌দে ভ‌রে হৃদয় নি‌র্বিচার দে‌খে
অব‌্যক্ত রয় বি‌বেক সিক্ত হা‌সিমু‌খে।
বিস্মৃ‌তির উপহাস এ‌কেলা অতীত
‌শিহ‌রিত কালস্ব‌প্নে হৃ‌দে প্রশ্নাতীত।


লোভহীন নি‌শিপা‌ড়ি বেদনার ব‌নে
অ‌নিদ্রায় দেহভার বিচ‌লি‌ত ক্ষ‌ণে।
অসীম চঞ্চলা মন শুন‌্যতার মা‌ঝে
ইচ্ছাগু‌লো ভে‌স্তে যায় নিরব‌ধি খুঁ‌জে।


নক্ষত্র ঘুমায় শো‌কে!নিভৃত তি‌মি‌রে
মমতায় বসুন্ধরা নিত‌্য অ‌ভিসা‌রে।
চে‌পে রা‌খি দীর্ঘশ্বাস ভাষাহীন মুক
সমীর‌ণে ভে‌সে যায় অ‌বিচারী রূপ।


শত বেদনায় রত পিপাসার্ত তারা
অন্তরাত্মা কেঁপে উ‌ঠে‌ হয় জ্ঞানহারা।