কব‌রের নিদ্রাগত শেষ দিন রাত
সমতল শ্বেত হ‌বে হাশ‌রের মাঠ!
মানু‌ষের জমা‌য়েত তার মা‌ঝে হ‌বে
লোক‌পিতা সেইদিন বিচারক র‌বে।


পাপ পুণ্যের অদৃশ‌্য হি‌সেবের খাতা
হ‌য়ে যা‌বে দৃশ‌্যমান গোপনীয় পাতা।
প্রথমত বিচারের আওতায় যারা
দু‌নিয়ায় নামা‌জের অব‌হে‌লি তারা।


হাজার বছর সম সেই এক দিন!
চি‌ন্তিত র‌বে মানুষ শো‌ধিবার ঋণ।
মানব আর জী‌নের শত প্রতীক্ষায়
নি‌জের ইচ্ছায় কিছু হ‌বেনা তথায়।


ক্ষমাবান তার প্রতি হ‌বে দয়াময়!
নবী‌প্রেমে মুগ্ধ রয় যার প্রাণময়।