চ‌লে যায় দিন রাত সু‌খের আশায়!
সেই সুর বা‌জে ম‌নে অচেনা ভাষায়।
অ‌প্রেমের গীতমালা একলা নিঠুর!
বিষাক্ত সু‌খ নিদ্রায় কখ‌নো বি‌ভোর।


না‌হি তরু না‌হি ফুল নাই গন্ধ শোভা!
বৃথা আশে ম‌জে প্রাণ দীনহীন প্রভা।
অ‌চেনা‌রে প্রিয় ভে‌বে খুঁ‌জে একাকার
ভালবাসা ছাড়া কিছু না‌হি চাই আর।


মুছে দেই স্মৃ‌তি তার সংশয় কা‌ছে!
ক্ষুধাতুর প্রাণ তব বৃথা তা‌রে যা‌চে।
এ জীব‌নে মধু হ‌তে জল বে‌শি পাই!
সুখ খুঁজে শোকাতুর সুখ তবু নাই।


নি‌জের হা‌তে রোপন ক‌রিয়া‌ছি ভুল
বিষ বৃক্ষ নাম হ‌য়ে ফু‌টে তার ফুল।