‌বৈকা‌লিক ভ্রম‌ণে খ‌লিফা হারুন
প্রিয়পত্নী সা‌থে তাঁর রূপবতী গুণ।
‌দেখা দেয় নির্জ‌নে বহুলুল পাগল
শং‌কিত দুজ‌নেই ভ‌রে নেত্রজল।


বি‌ক্রি ক‌রে উন্মাদ তথা ইন্দ্রলোক
যোবায়দা কন্ঠহার দি‌য়ে কি‌নে সুখ।
খ‌লিফা অ‌বিরাম অবহেলায় ভ‌রে
স্মৃ‌তি তার বির‌সে পাগ‌লের ত‌রে।


ঘুম‌ঘো‌রে স্ব‌প্ন ‌দে‌খে প্রিয় পত্নী দূ‌রে
স্ব‌র্গে তার বসবাস ফুলসজ্জা ‌নীড়ে।
মনে তার অ‌ভিপ্রায়! কা‌ছে যে‌তে চায়
ব‌্যার্থসম ফি‌রে আ‌সে অ‌তি হীনতায়।


স্বর্গরাজ্য খলিফার ক্রয়ের ইচ্ছায়
বিশ্বাসে বাঁধা নয় বহুলুল জানায়।