চাঁদ আর ফুল য‌দি দে‌খি এক সা‌থে
মন মা‌ঝে বিরহিয়া বাসা বাঁ‌ধে রা‌তে।
অ‌ভিমানী খেলা ক‌রে অনুরাগ নি‌য়ে
জে‌গে উঠে শোকস্মৃ‌তি চম‌কিত হ‌য়ে।


অতী‌তের দিনমান খুঁ‌জে ফি‌রি তা‌রে
প্রিয়তমা ভাবনাতে দে‌খিতাম যা‌রে।
য‌দি কভু দেখা হয় আসে সেই দিন!
আঁ‌খি দু‌টি জ‌লে ভ‌রে হ‌বো প্রিয়হীন।


রাত যায় দিন আসে ম‌ন একাকার
চাঁদ আর ফুল দে‌খে ব‌্যথার পাহাড়।
নয়‌নে আজ বিরহ পাষা‌ণের স্মৃ‌তি!
ক্ষু‌ধিত ম‌নন জু‌ড়ে ভা‌সে তার প্রী‌তি।


ভু‌লি নাই সেই রাত সেই স্মৃ‌তি কথা!
চাঁদ আর ফুল দে‌খে মনে বা‌ড়ে ব‌্যাথা।