তার হরা মন খুজিতেছে অভিলাষ
সব শব্দহীন যেন হয় নির্বাসন!
অলীক মায়ায় আধারের আজীবন
অপ্রাপ্তি সন্তোষ নিভৃতেই অবসান।


লোভাতুর মনে অনুরাগ প্রীতিহারা
চলে যায় দিন বেদনায় সুখছাড়া
জীবন ফুরায় প্রিয়জন আবেগের
পুড়েছে অন্তর! অভিমান বিরহের।


প্রিয় হয়ে থাকো অবরুদ্ধ বাধাহীন
আশা হয়ে তব অবেলার অজানায়
বুঝা দায় তুমি! স্মৃতিতেই নিশিদিন।
ফিরে এসো তুমি বসন্তের একদিন


মন শত চায় তোমাকেই দেখিবার
বিনিদ্রায় সীমাহীন রে‌খো না‌কো আর।