ভু‌লিনাই প্রী‌তি মুছে যাই আঁ‌খিজল
ম‌নে প‌ড়ে তব মালা হৃদ ছলছল।
ক্ষ‌ণিক পরশ দি‌য়ে দূরে রয় স‌রে
ভাবনায় শুন‌্য ক‌রে দহন অন্ত‌রে।


রুপস্রীর হৃদতা মর্ম কথা ব‌লে
ছিল সেই প্রিয়তী বেদনার ছ‌লে
নি‌শি‌তে অ‌নিদ্রা ধী‌রে আ‌সে শোক
দর‌দের প‌রিণ‌তি নাই যোগা‌যোগ।


এমন প্রা‌প্তির ক্ষণ কেন দি‌লে মন
দূরে গি‌য়ে বির‌হের বাড়ায় যাতন।
অ‌ভিমান তব মালা দৃ‌শ্যে যখন
স্বপ্ন‌স্রোতে প্রতিক্ষা করি গোপন।


অ‌বিরত বিরহ শোকতারা যতকাল
সোনালী হয়‌নি গত সহস্র সকাল।