বৃহত্তম আরশ ম‌ন্জিল সৃ‌ষ্টির ম‌হিমা
শুন‌্যতায় ছি‌লো তখন এই নী‌লিমা।
জগৎ সৃ‌ষ্টি ছয়‌দি‌নে ক‌রি‌লেন তি‌নি
রা‌ত্রিকে আ‌লো‌তে দিন ক‌রেন যি‌নি।


জীবযন্তু ক‌রেন সৃ‌ষ্টি বৃহস্প‌তিবা‌রে
জাতসৃ‌ষ্টি শুক্রবার আস‌রের প‌রে।
পানাহা‌রের সব‌কিছু মঙ্গল-বুধবা‌রে
প্রাণবন সৃ‌ষ্টি হ‌লো র‌বিবার বিকা‌লে।


আদম হাওয়া সৃ‌ষ্টিতে ‌ছিল জান্না‌তি
শয়তা‌নের প্ররোচনা হ‌লো অবন‌তি।
সোমবা‌রে সৃ‌ষ্টি ক‌রেন বৃক্ষরা‌জি
তার মা‌ঝে সু‌শো‌ভিত শাক সব‌জি।


দুই যুগ‌লে গাছপালা ক‌রি‌লেন সৃ‌ষ্টি
ফলের ভিতর দি‌লেন টক ও মি‌স্টি।
শ‌নিবা‌রে জগৎ সৃ‌ষ্টির কাজ হয়‌নি
ছয় দি‌নেই সকল সৃ‌ষ্টি বাদ যায়‌নি।


সৃ‌ষ্টিতত্ত্ব বর্ণনায় প‌বিত্র কুরআন
বিজ্ঞান তার ক‌রে‌ছে সহস্র প্রমাণ।
মহা‌বি‌শ্বে যত সৃ‌ষ্টি সব সীমাহীন
কোন সৃ‌ষ্টিই হয়‌নি উ‌দ্দেশ‌্যবিহীন।